বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে

কোনও এক সন্ধ্যায়, ভালোবাসিবার সমগ্র আক্ষেপ লইয়া মনে মনে বিদায় শব্দটির তীব্রতর সমার্থক শব্দ খুঁজিতে খুঁজিতে ‘এ ধরা হইতে বিদায় লইব। 

সেইদিন কেহ হয়ত বুঝিবে- 

কেবলমাত্র ভালোবাসা পাইবার না, ভালোবাসা প্রদান করিবারও যে একটা প্রবল আক্ষেপ কাহারো থাকিতে পারে। এই ধরাধামে অল্পকিছু মানুষই রহিয়াছে যাহারা উত্তম ও উপযুক্তভাবে ভালোবাসাকে সম্প্রদান করিতে পারে। যাহারা ভালোবাসাকে প্রদান করিতে শিখিয়া লয় তাহারা উহা পাইতে জানে না, পাইতে যে হয় কখনো কখনো তাহাও জানে না। 

আমাদের এই সময়ের ভালোবাসা আর প্রেম – 

অধিকাংশ সময়েই ‘বাংলা ভাষার’ প্রতি আমাদের প্রেম যেইরকম সেইরকমই; আমরা দেখিতে পাইতেছি যে ভাষাটি বিনা-প্রেমে প্রায় মারা যাইতেছে; অথচ আমরা দূর হইতে দেখা আর আফসোস করা ছাড়া আর কিছুই করিতে পারিতেছি না। 

আমাকেও যাহারা ভালোবাসে, তাহারাও আমার জন্য কেবলই আফসোস করিয়া থাকে, অন্যকিছু করে না, করিতে পারে না আসলে। 

০৪ ঠা আগস্ট, ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *