মানুষ ভাবে না কেবল …

মানুষ মেঘের কথা ভাবে
সমুদ্র জলের কথা ভাবে
দূরবর্তী আবহাওয়া কেন্দ্রের কথা ভাবে;
ভাবে এন্টার্কটিকার সাদা বরফ 

আর
অস্ট্রেলিয়ান লাল ছোট্ট কাঁকড়া শাবকের কথা।।

মানুষ ভাবে হরিণের কথা
ভাবে বিপন্ন পাখি আর বিলুপ্তপ্রায় সাপের কথা- 

তবুও
মানুষ মানুষের কথা ভাবে না,
মানুষের হৃদয় আজ মানুষের জন্য নয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *