তখন আমি কান পাতলেই শুনতে পেতাম –
বৃষ্টির ধারাপাত।
এখন আমার স্পর্শে আর –
জল কাটে না তোমার শরীর।
বৃষ্টি এসে মান করে যায়,
আমায় দেখে ভেংচি কেটে
রামধনু হয় বাঁকা মেঘ!
মুখ খোলো না শামুক ঝিনুক-
বলো না, ভালোবাসি!
JournalOfjahid
তখন আমি কান পাতলেই শুনতে পেতাম –
বৃষ্টির ধারাপাত।
এখন আমার স্পর্শে আর –
জল কাটে না তোমার শরীর।
বৃষ্টি এসে মান করে যায়,
আমায় দেখে ভেংচি কেটে
রামধনু হয় বাঁকা মেঘ!
মুখ খোলো না শামুক ঝিনুক-
বলো না, ভালোবাসি!